বুধবার, ২৬ জুন, ২০২৪

আম্রপালি নগর প্রিয়

 কিছু পাখি যেমন থাকে যাদের খাবার খোজার তাড়া নাই— নাই কোনো ঘর সংসার বানানোর সামাজিক ইতিহাস— দ্রৌপদী পঞ্চস্বামী আর্দালি আদর্শের ত্যাগের বাজিমাৎ— সন্তান জন্ম দেয় না যারা প্রতিযোগিতার আয়োজিত আনন্দে— বেড়ে গেলে আবরাহা— বেড়ে গেলে আবরাহার অন্যায়— তারা কেবল পাথরবৃষ্টি ছাড়ে জালিমে জমিনে— ফুলের মতো বাগান দেখে মানুষ আশা খুজে পায় আবার— প্যারানয়েড আশাখেলা নিজেকে লুকানোর আবদার। 


আম্রপালি নর্তকী বৈসালির সামষ্টিক অপরাধ 

তোমার ঘরে আবাবিল বুদ্ধের মিষ্টি প্রেমের আঘাত

আম্রপালি তুমি জানো 

আম্রপালি তুমি জানো— মাংসে তোমার পুরুষের লোভেধোয়া হাত— আবাবিল গৌতম তোমাকে দিলো প্রেমপাওয়া কামপ্রভাত।


কিছু পাখি যেমন থাকে রক্ষা করে রাজাকে 

প্রাসাদে প্রাসাদ বানায় জ্ঞানীর মুকুট সাজাতে

হাওয়া সে তো নিচে নেমে আসে পাখির ডানার আড়ালে

কিছু পাখি বোকা পাখি বসে থাকে ডানাহীন আবডালে

রোদের ছায়ায় শীতঘুমে থাকে মাঘের জন্মকালে

পৌষ মাঘে শীত নাচে 

বৃষ্টি নাচে শ্রাবণে

কিছু পাখি বোকা পাখি বেচে থাকে মরনে

সময়পাখাগতি জানে—

জানে জনে আবাবিল গৌতম প্রান পায় স্মরণে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন