শনিবার, ১ জুন, ২০২৪

সুযোগ করে বসতে দিও

 ক্ষয়ে যেতে চাই

ক্ষয়ে যেতে আসছি 

কোন রোদের তাপে ক্ষয়ে যাবো 

তা নিয়ে ভাবছি 

বরফ নদী বাষ্প হয়ে 

পৃথিবীতে থাকছি 

কল্পনায় গল্প হয়ে 

কথাজলে ভাসছি 

পাতার সাথে পাতানি আছে 

তা জেনে আসছি

পাতার ভেতর জন্ম আমার 

সবুজ আমি দিনে দিনে বাড়ছি 

আমার ভেতর একলা আমি 

একের ঘরে হাটছি 

হাটতে হাটতে সাগর তীরে 

বালুর বাসা বাধছি 

সুযোগ হলে 

দেখে যেও 

আমার ভেতর তোমার ছবি 

খুব যতনে জলিম করে

নিয়ন রঙে আকছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন