বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ফিরতে হবে একেবারে



মরে তো যাবেই তুমি

যেভাবেই বাচো

নিজের সাথে ঘর করো

মনের সাথে নাচো

মনরে পাগল বলে করেছে যারা গান 

নিজেরে সস্তা করে বাড়িয়েছে সমাজের দাম 

নিজের হাটে নিজেরে কিনো 

আকাম ছেড়ে করো প্রিয় নিজধরা কাম 

গাছ কিন্তু কালো নয়

গাছে আসে কালো কালো জাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন