রবিবার, ১৬ মার্চ, ২০২৫

একের ভেতর একত্ববাদ




একা হও 

একা হও 

আরও একা হয়ে যাও 

একা হলে পাবে তুমি একের দেখা 

একের ভেতর সবই পাবে যা তুমি চাও 

চাওয়া রেখে 

পাওয়া রেখে 

একের ঘরে শুন্য হয়ে মহাকালে মিশো 

শরীরের তাবেদারি ভুলে গিয়ে মনেতে বসো 

মনের শরীরে স্থির করো শরীরের মন 

সাময়িক আপন দূরে যাবে 

নিজের হবে তোমার সামগ্রিক আপন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন