আগুনফুল আমার বাগানে বাগান
যে আগুন ধরে না তাকে যখন ধরানো যায়
তাকে যখন ধরানো যায় সে জ্বলে অনেকক্ষণ
আগুনফুল আমার উড়তে চায় বাতাসে আকাশ
আগুন বেচে আছে যতক্ষণ ততক্ষণ সে মরে না
নরম হয় না আগুন জলের ভয়ে
জল মরে না
জল মরেই আছে জীবনের সমান
জলে আর আগুনের যুদ্ধ
জল আর আগুনের যুদ্ধে আগুন মারা যায়
জল মরে না
জল বেচে থাকে বিবাহিত সময়ের আত্মার মতো
জল পতনমুখী পোকা
আগুন উপরমুখী পাখা
আগুনের পাখায় ভর করে সভ্যতা খাবার খায়
সভ্যতা খাবার খায় সকাল বিকাল
সকাল বিকাল কার কাছে যাও তুমি
কার কাছে যাও তুমি আগুন মাথায় নিয়ে
জল হয়ে তোমার শরীরে বুনন করি সিন্ধু সভ্যতার চাদর
চাদরের অন্দরে আগুন লুকানোর পর
আগুন লুকানোর পর তোমাকে স্পষ্ট দেখতে পাই
তোমাকে আজকাল মানুষ মনে হয়
মানুষের মতো একটা স্বচ্ছ নদী মনে হয় তোমাকে
সুযোগ করে তোমার জলে স্নান করতে দিও প্রিয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন