ভালোবাসা এক অচিন পাখি
ভাব যত গভীর
তত গভীরে সে মন চালায়
ভাব এক রঙিলা পাখি
যত গভীরে তার তলদেশ
তত উপরে সে পাখা ফালায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন