শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪


ডাঙা থেকে দেখছো নদী

দেখছো নদীর জল

তোমার ভেতর জলের খেলা

করছে টলমল

যাচ্ছে নদী 

যাচ্ছে জল 

যাচ্ছে কোথায় সে

তোমার ভেতর সাগর নদী

দেখছে তাহলে কে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন