পুরো আকাশ ঢেকে গেলো মাটিতে
হাত রাখি এমন মেঘ ☁ কোথাও নেই বাতাসে
সমগ্র স্থলভাগ ঢেকে গেলো আকাশে
নৌকা চালাই মাঝি আমি এমন জল নেই আর
এমন জল নেই আর টানটান টনটনে হৃদয়পাশে
রোপণ করি ঘুম
রোপণ করি আলসেমি
এক রাত
এক দিন
এক অন্ধকার
এক আলো— হাতে রাখে হাত: স্বপ্নে রাখে স্বপ্ন
চোখের ভেতর যে নীল জমা হয় তাও ঘামে
তাও ঘামে জবজব
আশার আশ্রয় মনের জঙ্গলে
মনের প্রেম সময়ের মঙ্গলে
জঙ্গলে মঙ্গলে কাপে অঙ্গ
আনন্দ নৃত্য করে উলঙ্গ প্রাংশুলভ্য প্রাঙ্গণে
কার যেনো
কাদের যেনো কেটে যায় দিন ডিগ্রিরত্ন অর্জনে
ডিগ্রিরত্ন পান শেষে অর্থসাগর মন্থনে
কার যেনো
কাদের যেনো কেটে যায় দিন
কেটে যায় দিন পানের ডিবির পাটাতনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন