মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বাসুদেব কৃষ্ণ অর্জুন

 অর্জুন— কেউ তীর মারলে কি করা উচিত বাসুদেব?


বাসুদেব— তীর খেয়ে ফেলা প্রয়োজন। 


অর্জুন— কারন জানতে পারি হে মাধব ( माधव)? 


বাসুদেব— তীর খেয়ে ফেলার পর তীরন্দাজ দুর্বল হয়ে যাবে। আক্রমণকারী তার অস্ত্রের সমান শক্তিশালী। 


অর্জুন— আবার তো সে শক্তি অর্জন করে আক্রমণ করবে। ভালো হয় না আক্রমণকারীকে একেবারে শেষ করে দেয়া?


বাসুদেব— ওহে অর্জুন : জল কখনো শেষ হবে না— নদীর কোথাও চর জাগবে: কোথাও নদীই আবার চর ভাঙবে: তাই জলে সাতার কাটতে শিখো: শিখে নাও প্রচন্ড ঢেউয়ে কেমন করে সার্ফিং করতে হয়।


অর্জুন— কি অসাধারণ আইডিয়া বাসুদেব! জাস্ট মুগ্ধ হয়ে গেলাম!!


বাসুদেব— প্রিয় অর্জুন আমার, মুগ্ধতা এক ধরনের সীমানা, মগ্ন হতে পারলে সীমানা জয়ের ✌ আনন্দ পাবে।

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

❀ ☁

 পাখি উড়ে এসে তোমার স্তন খেয়ে মানুষ হয়ে চলে যায় 

শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 আকাশ বলে কিচ্ছু নেই

তবু কেনো ধরতে যাই আকাশ

মন তুমি বাচ্চা শিশু 

আকাশ ধরার বাতাস

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪


জেনে রেখো

           এই দেশ মেহনতি জনতার

           ঘামে শ্রমে কথা বলে নেই কোন ভয় তার

জেনে রেখো

            এই বাংলার বাউল সূফি কথাকার

           প্রয়োজনে এক হয় 

         এক হয়ে একাকার

        গুলি করলে গুলি হয়ে

       ফিরে যাবো উল্টো

      ঝরে যাবে ছিড়ে যাবে নাট আর বুল্টু

জেনে রেখো 

          এই দেশ যাত্রাপালা কিসসার

           বিজাতীয় আলামত শীঘ্রই দেশ ছাড় 

           দেশ ছাড় দেশ ছাড় 

           যতসব শয়তান 

           বাগানে ফুটবে ফুলবাহার ইনসান ❀

মনে রেখো

          কৃষকের ঘাড়ে থাকে গামছা

         ফসলের রাজা সে

        নয় কারো চামচা

       ভেঙে যাবে ভেঙে দাও 

      কলোনি হামছা

     জয় হবে

    হবে জয় বাংলার ইচ্ছা ✌

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

!!


প্রেমনদীর ভাটা হয়না

জোয়ার আসে কামে 

ফুলের গন্ধ বাড়ে দ্বিগুন

বাতাস লাগলে প্রানে

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪


ডাঙা থেকে দেখছো নদী

দেখছো নদীর জল

তোমার ভেতর জলের খেলা

করছে টলমল

যাচ্ছে নদী 

যাচ্ছে জল 

যাচ্ছে কোথায় সে

তোমার ভেতর সাগর নদী

দেখছে তাহলে কে

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

পানের ডিবি


পুরো আকাশ ঢেকে গেলো মাটিতে 

হাত রাখি এমন মেঘ ☁ কোথাও নেই বাতাসে 

সমগ্র স্থলভাগ ঢেকে গেলো আকাশে 

নৌকা চালাই মাঝি আমি এমন জল নেই আর

এমন জল নেই আর টানটান টনটনে হৃদয়পাশে 

রোপণ করি ঘুম 

রোপণ করি আলসেমি 

এক রাত 

এক দিন 

এক অন্ধকার 

এক আলো— হাতে রাখে হাত: স্বপ্নে রাখে স্বপ্ন 

চোখের ভেতর যে নীল জমা হয় তাও ঘামে

তাও ঘামে জবজব 

আশার আশ্রয় মনের জঙ্গলে

মনের প্রেম সময়ের মঙ্গলে 

জঙ্গলে মঙ্গলে কাপে অঙ্গ

আনন্দ নৃত্য করে উলঙ্গ প্রাংশুলভ্য প্রাঙ্গণে

কার যেনো

কাদের যেনো কেটে যায় দিন ডিগ্রিরত্ন অর্জনে

ডিগ্রিরত্ন পান শেষে অর্থসাগর মন্থনে 

কার যেনো 

কাদের যেনো কেটে যায় দিন

কেটে যায় দিন পানের ডিবির পাটাতনে