রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

চক্রের বক্ররেখা


মাছধরায় আনন্দ নাই

আনন্দ পাই মাছ খেতে 

জলের সংসার করতে গেলাম মাছের চক্রে

মাছ হয়ে মানুষ খাই 

মানুষ হয়ে মাছ খাই 

আটকে গেলাম দুনিয়ার এই বড়শির বক্রে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন