শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আগুন নিয়ে কথা


বাঘের বাচ্চাহরিনের জঙ্গলে আগুন লাগলো! 

বাঘতাহলে বেশ ভালো। 

বাঘের বাচ্চাকেনো ভালো!? 

বাঘহরিণ বাচতে চাইবে এবং আমাদের জঙ্গলে চলে আসবে: কষ্ট করে আর হরিণকে ধরতে হবে না। 

বাঘের বাচ্চাশুধু কি হরিণ আসবে? আগুন আসবে না!?


আগুনের প্রশ্নে বাঘ চুপ। আসলেই তো— হরিন আসার আগেই আগুন চলে আসবে! বাঘ দৌড়ে গেলো দরবেশের কাছে। দরবেশ জঙ্গলে ধ্যান করছেন। দরবেশের ধ্যান ভাঙানো  অন্যায়। কিন্তু সবচেয়ে বড় ন্যায় হলো প্রান বাচানো।


বাঘহে মহান দরবেশ, হরিনের জঙ্গলে আগুন লেগেছে! 

দরবেশতোমরা তোমাদের বাসস্থানে যাও, দেখছি আমি কি করা যায়।


দরবেশ লোকালয়ে গেলো এবং জঙ্গলে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে। দলে দলে মানুষ নেমে আসে জঙ্গলে এবং মানুষের সর্বশক্তি দিয়ে আগুন দমন করে। আগুন নিভে যায়—জঙ্গলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে— দরবেশ আবার ধ্যানে বসেন— বাঘ আবার হরিণের মাংস খাওয়ার জন্যে অস্থির হয়ে উঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন