শুক্রবার, ২৩ জুন, ২০১৭

মেয়েরা

ভারতবর্ষের মেয়েরা লম্বা ছেলে পছন্দ করে। ছেলে যত লম্বা হবে মেয়েদের কাছ থেকে তত নাম্বার বেশি পাবে। মেয়ের আকৃতি যত ছোট হবে তার নজর তত বড় আকৃতির পোলার দিকে যাবে। মেয়েটি একবারও ভাবতে যাবে না তার সাথে ছেলেটির শারীরিক ব্যালেন্স হলো কিনা। কারন কিন্তু একটাই-- দিন শেষে মেয়েরা আশ্রয় চায় এবং ইনফিউরিটি কমপ্লেক্স নামে একটি software মেয়েদের মনে  ইন্সটল করা থাকে।

Ride করার জন্য তারা কখনো উঁচু ঘোড়া নির্বাচন করবে না, করবে তার সাইজের সাথে যায় এমন কোনো ঘোড়া নির্বাচন। কারন কিন্তু একটাই-- ভয়।

ভয়, আশ্রয় চাওয়ার মানসিকতা, ইনফিউরিটি কমপ্লেক্সকে সামনে রেখে আমাদের নারীরা এখনো সুস্বাদু রান্না করে ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন