শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আমার ম্যাসেজ



এক মহান আত্মা আমাকে ম্যাসেজ করে বলে— আমি আপনাকে বিয়ে করতে চাই। 

আমি বললাম— খুব ভালো কথা। তাহলে কবে আমাকে বিয়ে করছেন? 

আমি কিন্তু আপনার সাথে মজা করছি না। 

আচ্ছা। তাহলে আমাকে কি করতে হবে? 

আমার প্রস্তাবে আপনাকে রাজি হতে হবে।

আমি কেনো আপনার প্রস্তাবে রাজি হবো? 

আমি পৃথিবীর সেরা দশটা কোম্পানির একটিতে জব করি।

আচ্ছা। 

আমি পৃথিবীর সেরা দেশটিতে বসবাস করি।

আচ্ছা। 

আমি শুধু আপনাকেই বিয়ে করতে চাই। 

আচ্ছা। 


রেজা সাহেব, আপনি আচ্ছা আচ্ছা করছেন কেনো?


কারন আমি 'সেরা' বিষয়টা পরিহার করে চলি। আমার জন্যে আপনাকে আমার মতো অধম হতে হবে না— আপনি আপনার মতো সেরা কাউকে জীবনে চয়েজ করে নিলে ভালো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন