মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাচ্চাবিক

 ফুটফুটে বাচ্চা একটা— মানুষের বাচ্চা। ধরতে গ্যাছে ফুটফুটে মুরগির বাচ্চা। ফুটফুটে মানুষের বাচ্চাটি কোনোক্রমে ধরে ফেলেছে একটি মুরগির বাচ্চাকে— মুরগির ফুটফুটে কুসুম কুসুম বাচ্চাটি চেউ চেউ করে উঠলো— আহা! বিপদ!  মহা বিপদ!! কোনো প্রকার সংশয় দ্বিধা না করে মুরগি আক্রমণ করে বসে মানুষের বাচ্চাটিকে— ঠোকর দিয়ে মানুষের বাচ্চার দুটো চোখ তুলে নিলো মুরগি। কষ্ট পাওয়ার কিচ্ছু নেই— এটি তার মুরগিবিক অধিকার। 


মানুষের বাচ্চা দিলো মনকাপানো চিৎকার। গোটা দশজন মানুষ নেমে আসলো বাচ্চার কাছে। গোটা দশজনের পায়ের চাপে মুরগি হারালো তার ফুটফুটে বাচ্চা। সব ফুটফুটে মুরগির বাচ্চা মানুষের পায়ের চাপে পিষ্ট হয়ে গেলো— কষ্ট পাওয়ার কিচ্ছু নেই— এটাই তাদের মানবিক অধিকার! 


মানুষের বাচ্চাটি যে ফুটফুটে মুরগির বাচ্চাটিকে ধরতে গ্যাছে তাতেও আমি কোনো সমস্যা দেখছি না— এটি তার বাচ্চাবিক অধিকার! 


সমস্যা কোথায় জানেন?


বাচ্চাবিক অধিকার! 


বাচ্চা যখন জানে না অধিকার কি জিনিস তখন সে অধিকার তার হাতে তুলে দেয়াই সমস্যা!! বাচ্চার হাতে অধিকার তুলে দিবেন না জনাব— কাচা বেল গাছেই পাকুক— স্বাদ ও গুন অক্ষুন্ন থাকবে— রোদে পাকানো বেল স্বাদে আসলেও গুনে আসেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন