বুধবার, ৩ জুলাই, ২০২৪

কথার পাহাড় না শুনতে

খামখেয়ালি সভায় তারে ডাকি

তারে ডাকি যারে আমি পাইনা 

তার মনে আমার বাড়ি 

তার চোখে আমার আয়না


গভীর রাতে ঘুমের সাথে যারে আমি আকি

তার কন্ঠে আমার কথা 

তার শরীরভরা জলের স্রোত

হিজল পাতায় লুকায় মুখ 

কথা সে তো কয়না


তার শরীরঘেরা দুর্গপ্রাচীর

ঢুকতে আমায় দেয়না

ইচ্ছে করে জানতে তাকে

জানতে পারলে লাগতো ভালো—

তার অজুহাত আর বায়না


মাঝেমাঝে পাখির চোখে 

তারে আমি দেখি

নীলাদ্রি হাসির ছবি মিষ্টিমাখা পাখি


তার ছায়ার মাঝে জমা একটা মায়ারাখা রোদ

গান হবে 

বাজনা হবে 

বাজবে যখন সরোদ 

কালীচোখে সে যেনো এক আশীর্বাদের ক্রোধ


রোজ আলাপে— গোপন প্রলাপ

ব্যাকুল হই যার গন্ধে

নাদেখা তার চলাফেরা— ভাবনা ভাবের ছন্দে

বাজতে থাকে দূর তনয়া আমার রন্ধ্রে রন্ধ্রে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন