শনিবার, ১১ মে, ২০২৪

তোমার আযান

 সাগরে তোমার অসীম আকাশ 

পাখি হয়ে উড়ি 

ডুব দিয়ে দেখি জলের ভেতর 

শিলা পাথর নুড়ি 

শিলা পাথর নুড়িমাখা জলে ভিজে আসা স্রোত 

ফুলেল আসন কিয়াম সুরতহাল প্রতিবেদন প্রকাশ

পাতার মাংসে ঢাল তলোয়ার শান্তির অবকাশ 

বৃষ্টি পড়ে 

বৃষ্টি পড়ে

পাতার শরীর কাপে

বৃষ্টি তখন আরও সুর তুলে পড়ে খাপে খাপে 

শেষ হয়ে মেঘ ☁ আকাশ আহা দারুণ পরিষ্কার 

সফেদ মাটির কাফের গন্ধ ফুটে ওঠে বারবার

পাতার কাবায় রাখা এমন বাঙ্গি নোনতা স্বাদ 

শরীর আমার পাইনি আগে বেড়েছে অবসাদ 

নোনতা সাগরে ডুব দিয়ে পাই জলের মিষ্টি আঘাত

মিষ্টি আঘাত মিষ্টি আঘাত

ফিরে আসো বারবার

তোমার আযানে নামাযি হবো বেহেশতি কারবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন