নদী মাটি ভালোবেসে ফুল হয়ে যাই
যারা যত ভালো আছে তাদের জানাই—
আকাশে মেঘ হলে জমিন ভাসে জলে
একা একা ভালো থাকা নয় কোনো কাজ
কাজের নামে জাতপাত আর ন চাই
রাধাসুখ বর্জনে
যৌথসুখে হাসে কানাই
বেদনার দ্বীপে থাকে কবিতারাজ
প্লাস্টিক মুখে কেনো ধরো প্রিয় অকালের সাজ?
একা একা বেচে গেলে মরে গেলে তুমি
তুমি তো জান না প্রিয় বানর স্মৃতিভূমি
শ্রমের কালে রাজা শিয়ালের লেজ
আর কত প্রজা হয়ে মানবে আদেশ?
ভালো থাকার অভিনয়ে আলো ঘরে জ্বলে
থোকা থোকা প্রেমসুখ যায় সরে সরে
সবার মনঘরে ফোটালে হৃদয়
মানুষের বাগানে মানুষের জয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন