আক্কাস আলী বলে তালগাছটি তার।বাহাস মিয়া বলে তালগাছটি তার। চেয়ারম্যান স্থানীয় প্রশাসন। চেয়ারম্যান বলে "তোরা সব চুপ যা,আমি যা বলি মন দিয়া হুন, আমার বাফের বাফের আমল থেইক্কা তালগাছটি আমরার।" গ্রামের সব লোক বলে তালগাছটি তাদের। কেবল। কেবল আকরম আলীর মতো একজন বোকা লোক বলে তালগাছটি তার নয়। বোকা লোক আকরম আলী তার বাড়ির বাম ভিটে তিনটি তালগাছ রোপন করে। আকরম আলীর তিনটি তালগাছ বড় হচ্ছে। গ্রামের সব লোকের বড় হচ্ছে দ্বন্দ্ব, সেই একটি তালগাছ কার হবে তা নিয়ে দ্বন্দ্ব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন