সোমবার, ১৪ মে, ২০১৮

ব ল দ

আমরা একটা গোয়াল ঘরের দিকে যাচ্ছি। গোয়াল ঘরে দুই একটা গাভী রাখা হবে। কারন মাঝেমধ্যে গাভীর খাঁটি দুধের প্রয়োজন হবে। গোয়াল ঘরে বেশিরভাগই থাকবে বলদ। দুধের চেয়ে মাংস উত্তম এতোদিনে মালিকপক্ষ জেনে গ্যাছে। পর্যাপ্ত খড় দেয়া হবে, গরাত দেয়া হবে কচুরিপানা, গামলায় দেয়া হবে পর্যাপ্ত হইল বুসি। মালিকপক্ষের প্রচুর গোয়ালঘর প্রয়োজন, প্রয়োজন অনেক অনেক বলদ।

আমাকেও গোয়ালপাড়ার একজন করা হবে আমি জানি। কিন্তু মালিকপক্ষ জানে না গোয়ালে যাবো বলে শিংদুটো যত্ন করে ট্রেনিং নিচ্ছে বহুদিন ধরে। কিন্তু মালিকপক্ষ আমার শিংদুটো ভেঙ্গে দিবে যত্ন করে। আমিও হয়ে যাবো গোয়ালপাড়ার বলদ। আমিও মাছডালের পরিবর্তে খড় হইল বুসি খেতে অভ্যস্ত হয়ে যাবো।

এমনি করে অভ্যাস তাকে বানিয়েছে মালিক আর আমাকে বানাবে বলদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন