সোমবার, ২১ আগস্ট, ২০২৩

চামড়ার কাভার

 চামড়া মাংসের পোশাকে

বেড়েছে যত জ্বালা

মনে তাই প্রেমের খরা

চোখে বিলাসি মালা

আপনার আপন

 আমার শরীরে জ্বর

তোমার মনেতে ডর

লোকে যেনো না বলে 

তুমি আর আমি পর

শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ফুল ❀ ঘ্রানের মতো

 এই যে ফুল ❀ 

বসে আছো পাতার তলে

চোখ দুটি বন্ধ করে

হাসো আবার উঠো নড়ে

কার ভাবনাঝড়ে?

ফেলে আসা দিন?

নাকি আসন্ন সময় অসীম?


ভালো লাগে দেখতে— ভাবো কিংবা কাদো

                                   হাসো কিংবা রাগো

এই যে ফুল ❀ 

বসে একা পাতার ঘরে

হলুদ জামা গতর জুড়ে

চোখ দুটি বন্ধ করে

তোমার মন কার বাতাসে নড়ে?

মনসময়ে ডুবে যাওয়া আকাশ?

নাকি চোখে লাগা খুব সকালে প্রথম প্রেমের বাতাস?


ভালো লাগে দেখতে— নীরব কিংবা সরব

                             কিংবা জলভাসা তোমার কলরব

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

রেজা— এমরানুর রেজা

 তুমি না থাকলেও এই আমি রাজা

তুমি ছিলে না তবুও মা আমার রেখেছে নাম রেজা