আল্লা যারে ধন দিছে তারে মন দেয় নাই, যারে মন দিছে তারে ধন দেয় না। গ্রামের মানুষ এই কথাটি প্রায় বলে, বলে তারা শান্তি পায়। শান্তি পাওয়ার অধিকার বোকা চালক বুঝে না, পাওয়াটা আসল কথা।
আমগো মুসা নবী একদিন আল্লারে জিগাইছে, আচ্ছা আল্লা, তুমি কাউকে বানাইলা রাজা, কাউকে প্রজা, কাউকে মনিব আবার কাউকে দাস -- এমন করলা কেরে?
আল্লা ক তাইলে সবারে সমান বানাই দেই?
মুসা নবী ক আইচ্ছা।
আল্লা একটি শর্ত দিলেন মুসা নবীকে। আর তা হলো সবাইকে এক দুপুরে দাওয়াত দেয়া, খাবারের দাওয়াত।
মুসা নবী সবাইকে এক দুপুরে খাবারের দাওয়াত দিলেন।
নিদিষ্ট দিন সবাই খাবার খেতে আসলো কিন্তু মুসা নবী খাবার প্রস্তুত করতে পারলেন না।
কারন সবার পকেটে অর্থ আছে, কেউ বাবুর্চি হতে চায়নি,
কারন সবার পকেটে অর্থ আছে কেউ কাঁচামাল বহন করে মুসা নবীর বাড়ি পর্যন্ত আনতে সম্মত হয় নি।
তারপর আল্লা আবার মুখ খুললেন। মুসা নবীকে বললেন, দেখেছো মুসা, কেন আমি রাজা প্রজা দাস মনিব তৈরি করেছি! মুসা নবী এই বিষয়ে আর কোনো কথা বললেন না।
কাল মার্ক্স এই বিষয়ে আপনার কোনো কথা আছে কী?
আমগো মুসা নবী একদিন আল্লারে জিগাইছে, আচ্ছা আল্লা, তুমি কাউকে বানাইলা রাজা, কাউকে প্রজা, কাউকে মনিব আবার কাউকে দাস -- এমন করলা কেরে?
আল্লা ক তাইলে সবারে সমান বানাই দেই?
মুসা নবী ক আইচ্ছা।
আল্লা একটি শর্ত দিলেন মুসা নবীকে। আর তা হলো সবাইকে এক দুপুরে দাওয়াত দেয়া, খাবারের দাওয়াত।
মুসা নবী সবাইকে এক দুপুরে খাবারের দাওয়াত দিলেন।
নিদিষ্ট দিন সবাই খাবার খেতে আসলো কিন্তু মুসা নবী খাবার প্রস্তুত করতে পারলেন না।
কারন সবার পকেটে অর্থ আছে, কেউ বাবুর্চি হতে চায়নি,
কারন সবার পকেটে অর্থ আছে কেউ কাঁচামাল বহন করে মুসা নবীর বাড়ি পর্যন্ত আনতে সম্মত হয় নি।
তারপর আল্লা আবার মুখ খুললেন। মুসা নবীকে বললেন, দেখেছো মুসা, কেন আমি রাজা প্রজা দাস মনিব তৈরি করেছি! মুসা নবী এই বিষয়ে আর কোনো কথা বললেন না।
কাল মার্ক্স এই বিষয়ে আপনার কোনো কথা আছে কী?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন